সম্পাদকীয়

নমঃ প্রতি বছর রবি ঠাকুরের জন্মদিন এলে যে কয়েকটা কথা ঘুরেফিরে আসে তার অন্যতম হলোঃ রবীন্দ্রনাথ কি বছরে একদিনই? কথাটার মধ্যে যতটা যুক্তি আছে তার চাইতেও বেশি আছে আবেগ। কালগত ব্যবধানে অনেক কিছুই ফিকে হয়ে আসে। রবি ঠাকুরের মৃত্যুর আশি বছর পেরিয়ে যাওয়ার পর এই ব্যবধান আমরা অস্বীকার করতে পারি না। বাঙালির কাছে তিনি কখনোই পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন না, কিন্তু তিনি আর আগের মত পঠিতও হবেন না। নিয়ম করে রবীন্দ্রনাথের গান শোনেন এমন লোকের সংখ্যা বাঙলায় কমে যায় নি, কিন্তু নিয়ম করে তাঁর কবিতা পড়েন এমন পাঠকের সংখ্যা আজ অতি অল্পই। পেশাগত দায়বদ্ধতা, সিলেবাস ইত্যাদির বাইরে রবীন্দ্রনাথের কবিতাই শুধু নয়, অন্যান্য রচনাও কতটা পঠিত হয় সে বিষয়ে সন্দেহ অমূলক নয়। হয় তো এটাই বাস্তব। তিনি মূখ্যত বেঁচে আছেন সুরযুক্ত কবিতাগুলির মধ্যে যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। কিন্তু সুর আর তালকে বাদ দিয়ে রবীন্দ্রনাথের কবিতার আকর্ষণ ক্রমশঃ কমে আসছে। এটা কিন্তু হতাশার কথা নয়। আধুনিক কবিতা মুক্তির সন্ধানে ছন্দকে ত্যাগ করার চেষ্টা করেছে, অন্ততঃ ছন্দ-মিলের গঠন সে এড়িয়ে যেতে চেয়েছে সচেতন ভাবেই। প্রতিদিনের জড়-বাস্...